১২ বছরের অপেক্ষার অবসান, টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত বলি পাড়া
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - রবিবার রাতে ২৫ বছর আগের হারের মধুর প্রতিশোধ নিয়েছে রোহিত বাহিনী। শেষবার ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১২ বছর অপেক্ষার অবসান হল ৯ মার্চ, ২০২৫। অকাল দীপাবলী পালনে মেতে উঠেছে দেশবাসী। টিম ইন্ডিয়ার জয়ে আনন্দে আত্মহারা বলি পাড়া।
ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করে অমিতাভ বচ্চন বলেন, "ভারত-নিউজিল্যআন্ডের ম্যাচ, অসাধারণ খেলা৷ তশনের সঙ্গে এক জায়গায় ঠাঁয় বসে থাকা৷ আর তারপর বিরাট জয়৷ কুল কাম কালেক্টেড প্লে। মুখের মধ্যে কোনও উদ্বিগ্নতা ছিল না৷ আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে খেল দেখিয়েছেন তাঁরা৷ বিশ্বের চোখে এটাই ভারত৷ তাঁদের অ্যাচিভমেন্টকে শ্রদ্ধা জানাই৷ ভারতীয় ক্রিকেট টিম করে দেখিয়েছে। আমরা সবার উপরে আছি৷ অনেক উপরে৷ অসংখ্য অভিনন্দন টিম ইন্ডিয়াকে অসাধারণ জয়ের জন্য৷"
শাহিদ কাপুর শুভেচ্ছা বার্তায় জানান, "ভারতের এই জয় অসাধারণ৷ আমি পুরো ম্যাচ আইফা শোতে পারফর্ম করার মাঝে মাঝেই দেখছিলাম৷ পুরো খেলায় ভারত মাত্র একটা ম্যাচ হেরেছ ৷ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ২৩টা ম্যাচে বাকি ২২টা জয় ভারতের ঝুলিতে৷ জয়ের জন্য টিম ইন্ডিয়া শুভেচ্ছা৷"
অভিনেতা ববি দেওল বলেন, "টিম ইন্ডিয়া আমেজিং। গোটা টুর্নামেন্ট অসাধারণ৷ প্রত্যেকটা খেলোয়াড় দারুণ খেলেছে৷ বাড়িতে থাকলে হালওয়া খেতাম৷"
শুভেচ্ছা জানিয়ে কৃতি শ্যানন লেখেন, "আমি যখন সকলের চিৎকার শুনছিলাম ভাবলাম আইফার অনুষ্ঠানে কে এসেছেন? তারপর বুঝলাম এটা তো ডবল সেলিব্রেশন। আমি খুব খুশি ও গর্বিত৷ আমরা আইফার ২৫ বছর পূর্তি উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের জয়ও উদযাপন করেছি ৷"