News details

image

Rabi Mondal / 19 December, 2024

গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবিতে মৃত্যু ১৩ জনের, শোকপ্রকাশ মোদির 

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির ঘটনা ঘটে। এর জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছেন অনেকে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। 

উল্লেখ্য, বুধবার বিকাল ৫টা ১৫ নাগাদ মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। ‘নীলকমল’ নামের একটি লঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্পিডবোট। সঙ্গে সঙ্গে ডুবে যায় লঞ্চটি। লঞ্চের মধ্যে ১১০ জন যাত্রী ছিল। 

নৌসেনার তরফ থেকে জানানো হয়েছে, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জন্য দুর্ঘটনা ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত করা হচ্ছে। প্রাথমিক ভাবে নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠছে। ইতিমধ্যেই স্পিডবোটের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।