News details

image

Rabi Mondal / 22 December, 2024

সারদা মায়ের ১৭২ তম জন্মদিবস, ভক্তদের ঢল জয়রামবাটি, বেলুড় মঠে

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - রবিবার মা সারদার ১৭২ তম জন্মদিবস। মায়ের আশীর্বাদ পেতে সকাল থেকেই ভক্ত, পর্যটকদের ভিড় বাঁকুড়ার জয়রামবাটি, কামারপুকুরে। পাশাপাশি হাওড়ার বেলুড়মঠেও ভিড় করছেন ভক্তরা। দুই জায়গাতেই সকাল থেকে বিশেষ পুজো, যজ্ঞ শুরু হয়েছে।

 সূত্রের খবর, বেলুড় মঠে ভোর থেকেই চলছে মা সারদার ১৭২ তম জন্মতিথি উৎসবের উদযাপন। প্রতি বছরের মতো এবারেও মহা সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীশ্রীসারদা দেবীর জন্মতিথি। বেলুড়মঠে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় করছেন। রীতি মেনে ভোর ৪:৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে মায়ের জন্মদিনের বিশেষ পুজো। এবার দিনভর চলবে নানা অনুষ্ঠান। একদিকে যেমন মায়ের মন্দিরে চলছে বিশেষ পূজা হোম ইত্যাদি, অন্য দিকে মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, মাতৃসংগীত, শ্রীশ্রীমায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। বিকেলে হবে ধর্মসভা। বেলা ১১ টা থেকে দুটো পর্যন্ত প্রসাদালয় থেকে প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের উদ্দেশ্যে। সেইসঙ্গে মায়ের জন্মদিন উপলক্ষে রবিবার সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।

 রবিবার সকাল থেকেই মায়ের জন্মভূমিও সেজে উঠেছে। বাঁকুড়ার জয়রামবাটিতে মাতৃ মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজো। সেই সঙ্গে একটি প্রভাতফেরির আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। সেখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়াও সারাদিন ধরে পুজো, কীর্তন হবে। সন্ধ্যায় আরতি ও পুজো হবে।  

 শ্রী শ্রী মাতা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালন করা হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মভূমি কামারপুকুরেও। রবিবার কামারপুকুরের রামকৃষ্ণ মঠে সকাল সকাল চলছে বিশেষ পূজাপাঠ। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হচ্ছেন এখানে। চলছে মায়ের ভক্তি গীতি। এই উপলক্ষ্যে এদিন দুপুরে বেশ কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।