রাজস্থানে নির্মীয়মাণ টানেল ভেঙে পড়ে মৃত্যু ১ শ্রমিকের, আহত ৩
নিজস্ব প্রতিনিধি, রাজস্থান - নির্মীয়মাণ টানেল ভেঙে পড়ে মৃত্যু হল ১ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে রাজস্থানের কোটায়। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, রাজস্থানের কোটার রামগঞ্জ মান্ডির মোদক এলাকায় একটি নির্মীয়মাণ টানেল ভেঙে পড়ে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অংশ টানেলটি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারান ১ শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-র আধিকারিকরা।
কোটা গ্রামীণ পুলিশের সুপার সুজিত শঙ্কর জানিয়েছেন, মৃত শ্রমিকের নাম শমসের সিংহ (৩৩)। দুর্ঘটনায় আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।