নিউটাউনে বেপরোয়া গতির বাইকে মৃত্যু ১ তরুণীর, আহত ২
নিজস্ব প্রতিনিধি, নিউটাউন - ফের বেপরোয়া গতির জেরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল নিউটাউন। গভীর রাতে বেপরোয়া বাইকের গতিতে মৃত্যু হল ১ তরুণীর। গুরুতর আহত আরও ২ যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নিউটাউন সাপুরজি ব্রিজের কাছে। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে একটি বাইক সাপুরজি সিগন্যাল থেকে সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিল। বাইকে এক তরুণী সহ দুই যুবক ছিল। সাপুরজি ব্রিজ থেকে নামার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক। ছিটকে রাস্তায় পড়ে ৩ জন। তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ যুবক চিকিৎসাধীন।
গত বুধবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে দ্রুত গতিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটিতে। ছিটকে গাড়ির নিচেই পড়ে মৃত্যু স্কুটি চালক। তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্কুটি চালককে মৃত বলে জানান চিকিৎসকরা।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি বাজেয়াপ্ত করে ইকোপার্ক থানার পুলিশ। গ্রেফতার করা হয় ট্রাক চালককে। মৃত স্কুটি চালকের নাম পার্থ দে। ট্যাংরার বাসিন্দা তিনি। এর আগেও নিউটাউনের ওই এলাকায় বেপরোয়া গতির জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ছিল। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবুও কোনও লাভ হয়নি।
এর আগে সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছিল যাদবপুরে। এইটবি বাসস্ট্যান্ড থেকে এস ৩১ রুটের একটি বাসের ধাক্কায় প্রাণ গিয়েছিল এক মহিলার। মৃতের নাম দেবশ্রী মণ্ডল। তিনি সন্তোষপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবশ্রীর স্বামী প্রসেনজিৎ। মেয়ে অঙ্কিতা সুস্থ রয়েছে। দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করে পুলিশ।
মঙ্গলবার সকালে গড়িয়ার ঢালাই ব্রিজে বেপরোয়া গতিতে আসতে থাকা ম্যাটাডোর সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোতে। দুর্ঘটনায় ১ শিশু মহিলা সহ ৬ জন আহত হয়েছিল। শহরের দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সেদিনই বেহালাতেও একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল।