উদ্বোধন করা হল ২০২৫ এর বইমেলার লোগো
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শহরে শীতের আমেজ পড়তে শুরু করেছে ।এরই মাঝে ঘোষণা করা হল শীতকালের সব থেকে বড় উৎসব কলকাতা আর্ন্তজাতিক বইমেলার। শুক্রবার আনুষ্ঠানিকভাবে লোগো উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।
প্রতিবছরের মতো এবারেও মেলা বসবে সল্টলেক সেন্ট্রাল পার্কে। ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা হবে ২৮ জানুয়ারি মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছরের থিম জার্মান ।
২০২৫ এ বইমেলায় বাড়ছে না স্টলের সংখ্যা। তবে দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র বিহারের, অসম, তেলেঙ্গানা কেরালা সহ অন্যান্য রাজ্যের প্রকাশনার স্টল থাকছে। সঙ্গে থাকছে আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া লাতিন আমেরিকার অন্যান্য দেশ।
তবে এবারে বইমেলায় থাকছে না বাংলাদেশের স্টল। এই ব্যাপারে বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা এই বিষয়ে কিছু বলতে পারব না। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে আমরা সরকারি নির্দেশের উপরে নির্ভর করব।"