আটক সুন্দরবনে অনুপ্রবেশকারী ২ বাংলাদেশী ট্রলার, ধৃত ৭৮ জন মৎস্যজীবী
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - বাংলাদেশের সঙ্গে ক্রমশ তিক্ততা বাড়ছে ভারতের। খালেদা শাসনে উস্কানি দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভারতীয় জলভাগে বেআইনি ভাবে মাছ ধরার অভিযোগে ২টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয়েছে মোট ৭৮ জন মৎস্যজীবীকে।
সূত্রের খবর, ৯ ডিসেম্বর ভারতীয় জল সীমানায় নিরাপত্তার লক্ষ্যে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ টহল দিচ্ছিল। সেই সময় ওই দুটি ট্রলারকে দেখতে পান উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা। এরপরই ট্রলার দুটির বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়। তখনই উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা বুঝতে পারেন এই দুটি ট্রলার বাংলাদেশ থেকে এসেছে। তারপরেই আটক করা হয় ট্রলার ২টি কে। সঙ্গে ৭৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকেও গ্রেফতার করে উপকূলরক্ষী বাহিনী।
উপকূলরক্ষী বাহিনী সূত্রের খবর, আটক ২টি বাংলাদেশি ট্রলারের নাম এফ লায়লা-২ ও এফভি মেঘনা-৫। ভারতীয় জলভাগে বেআইনি ভাবে মাছ ধরার অভিযোগে আটক করা হয়েছে। এফভি লায়লা-২-তে ৪১ জন ছিলেন। এফভি মেঘনা ৫ এ ছিলেন ৩৭ জন। সকলের বিরুদ্ধে দ্য মেরিটাইম জোনস অফ ইন্ডিয়া ১৯৮১ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্তের জন্য দুটি ট্রলারকে পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।