News details

image

Rabi Mondal / 14 December, 2024

কানাডায় খুন ৩ ভারতীয় ছাত্রের, উদ্বেগ প্রকাশ দিল্লির

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত সপ্তাহে কানাডায় খুন হয়েছে ৩ ভারতীয় ছাত্র। এরপরই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এমনকি কানাডায় যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের সতর্কও করেছেন তিনি। পাশাপাশি ভিসা নিয়ে ফের উত্তপ্ত ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। 

কানাডার এক সংবাদমাধ্যমে দাবি করেছে, ভারত নাকি কানাডিয়ান নাগরিক ও খালিস্থানপন্থীদের ভিসা দিচ্ছে না। এই প্রসঙ্গে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “ভুয়ো খবর ছড়িয়ে ভারতের বদনাম করছে কানাডার সংবাদমাধ্যম। কাউকে ভিসা দেওয়া না হলে, তার নির্দিষ্ট কারণ থাকে। ভারতীয় ভিসা ইস্যু করা আমাদের সার্বভৌম অধিকার। কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব স্বীকার না করলে তাঁর ভিসার আবেদন আমরা বাতিল করতেই পারি।“  

এদিন ৩ ভারতীয় ছাত্র খুনের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি’ বলে আখ্যা দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি জানান, “এই মর্মান্তিক ঘটনায় নড়ে গিয়েছেন কানাডায় বসবাসকারী ভারতীয়রা। আমাদের হাই কমিশন যতটা পারছে সাহায্য করছে। কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও ছাত্রদের জন্য নির্দেশিকা জারি করেছি, যাতে তাঁরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। সে দেশে নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, অপরাধের ঘটনা বাড়ছে।“