ইস্তানবুল বিমানবন্দরে ২৪ ঘণ্টা ধরে আটকে ৪০০ ভারতীয়
নিজস্ব প্রতিনিধি, ইস্তানবুল – পর্যাপ্ত খাবার, জল ছাড়া ২৪ ঘণ্টা! তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে আটকে ইন্ডিগোর ৪০০ জন দিল্লি ও মুম্বইগামী ভারতীয় যাত্রী। এই ভোগান্তির জন্য সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগো কর্তৃপক্ষকে দায়ী করেছেন তাঁরা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে ইস্তানবুল বিমানবন্দর থেকে ইন্ডিগোর দিল্লিগামী একটি বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু পরে জানানো হয়, পরের দিন দুপুর দেড়টায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ওই বিমান। যাত্রীদের অভিযোগ, তাঁদের সঙ্গে ইন্ডিগোর কোনও কর্মীর যোগাযোগ করেননি।
আবার বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ইস্তানবুল থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে একটি বিমান ছাড়ার কথা ছিল। তবে প্রথমে জানানো হয়, রাত ১১টায় ছাড়বে। আবার পরে ঘোষণা করা হয়, রাত ১১টার পরিবর্তে ১৩ তারিখ সকাল ১০টায় যাত্রা শুরু করবে।
ইন্ডিগো কর্তৃপক্ষর ওপর ক্ষোভ প্রকাশ করে বিমানযাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও যাত্রীদের খাবার, জল, থাকার জায়গা দেওয়া হয়নি। এমনকি সময় পিছিয়ে যাওয়ার খবরও তাঁদের দেওয়া হয়নি। তুরস্ক এয়ারলাইন্স কর্মীদের কাছ থেকে সেই খবর পান তাঁরা।