image

রাজ্য / 27 December, 2024

শনি-রবিতে শিয়ালদায় বাতিল ৪৭ টি লোকাল ট্রেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আগামী শনিবার ও রবিবার শিয়ালদায় বাতিল করা হয়েছে ৪৭ টি লোকাল ট্রেন। এর জেরে ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের। ওই দু দিন দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে সূত্র মারফৎ খবর।

সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর জেরে সেই সময়টাতে রেললাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। তাই ৪৭ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

একনজরে দেখে নিন যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে - 

শনিবার রাত - ৩২২৪৯ আপ শিয়ালদা-ডানকুনি লোকাল এবং ডাউন ৩২২৫২ ডানকুনি -শিয়ালদা লোকাল  
রবিবার - আপ লাইনে ৩৩৮১১ ও ৩৩৮১৩ শিয়ালদা বনগাঁ, ৩৩৬৫১ ও ৩৩৬৫৩ শিয়ালদা হাবরা, ৩৩৬১৩ শিয়ালদা-দত্তপুকুর, ৩৩৩৫৭ বারাসত দত্তপুকুর, ৩৩৫১৩ শিয়ালদা হাসনাবাদ, ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ৩২২১৮ শিয়ালদা ডানকুনি লোকাল, ৩১৬১১, ৩১৬১৩, ৩১৬১৫ শিয়ালদা রানাঘাট লোকাল, ৩১৩১১- ৩১৩১৩ শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদা শান্তিপুকুর লোকাল, ৩১৯১১ শিয়ালদা গেদে লোকাল, ৩১৮১১ শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, ৩১৪১১ শিয়ালদা নৈহাটি লোকাল  
রবিবার - ডাউন লাইনে ৩২২১২,৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডানকুনি শিয়ালদা, ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট শিয়ালদা, ৩১৩১২-৩১৩১৬ কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল, ৩১৫১২-৩১৬১৬ শান্তিপুকুর-শিয়ালদা লোকাল, ৩১৯১২ গেদে শিয়ালদা লোকাল, ৩১৮১২ কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ও ৩১৪১৪ নৈহাটি শিয়ালদা লোকাল 
৩৩৮২০,৩৩৮২২ বনগাঁ-শিয়ালদা লোকাল ৩৩৬৫২, ৩৩৬৫৪ হাবরা শিয়ালদা, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮ দত্তপুকুর- শিয়ালদা, ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল। 
এছাড়া শনিবার রাত ১০টা ১৫ মিনিটের বদলে ০৩১৭২ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলা রাত ১০টা ৪৫ মিনিটে রওনা দেবে।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics