৫৫ বছরই রাজত্ব একটা পরিবারের, কংগ্রেসকে তোপ মোদির
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – শনিবার সংসদে একের পর এক গান্ধী পরিবারকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “সংসদে সংবিধান গৃহীত হওয়ার পর ৭৫ বছরে ৫৫ বছরই রাজত্ব করে গিয়েছে একটা পরিবার। সেই পরিবার বার বার সংবিধানকে আঘাত করেছে।“
নেহেরু থেকে সোনিয়ার প্রজন্মকে তুলোধোনা করে মোদি বলেন, “সংবিধান বদলের রীতি শুরু হয়েছিল নেহেরু জমানাতে। ৭৫ বছরে কমপক্ষে ৭৫ বার সংবিধানকে রক্তাক্ত করেছে কংগ্রেস। যার কু-বিচার, কু-নীতির প্রভাব আজও রয়েছে। এর জন্য দেশকে ভুগতে হচ্ছে আজও। এই পাপ কোনও দিন মোছা সম্ভব নয়।“
ইন্দিরা জমানার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, “একটি পরিবারকে ক্ষমতায় রাখতে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। যার দলে গোটা দেশ জেলখানায় পরিণত হয়েছিল। সেই দাগ কোনও দিন ধুয়ে দিতে পারবে না কংগ্রেস।“ রাজীব জমানার প্রসঙ্গে তিনি বলেন, “শাহ বানো মামলায় সংবিধানের আত্মায় আঘাত করে ছিলেন রাজীব গান্ধী।“