কাটোয়ার বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৫
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - কাটোয়ার রাজৌয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত তুফান চৌধুরী সহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। ফলে এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ায় ৬।
সূত্রের খবর, শুক্রবার কাটোয়ার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এর জেরে মৃত্যু হয় একজনের, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ঘরবাড়িও। ঘটনায় আহত হন আরও ৩ জন। কিন্তু এই আহতদের মধ্যেই মূল অভিযুক্ত তুফান চৌধুরীও ছিল। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তুফান চৌধুরীর নেতৃত্বেই ওই গ্রামে বোমা তৈরির কাজ চলছিল।
ধৃত তুফানকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ঘটনায় জড়িত আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে জামির শেখ যে কেতুগ্রামের বাসিন্দা, লিঙ্কম্যান হিসেবে কাজ করত অন্যতম মূল অভিযুক্ত। এছাড়াও, জুমেইদ শেখ, নজরুল মোল্লা, অনুপ কাইম সেখ, আবু তাহের এদেরও গ্রেফতার করে পুলিশ। এই ধৃতদের মধ্যে দু’জন বিস্ফোরণে উড়ে যাওয়া বাড়ির মালিক বলেও জানা যায়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনার রাতে বীরভূম থেকে কয়েকজন দুষ্কৃতী এসে এই কাজে যুক্ত ছিল। জঙ্গল শেখের সঙ্গে পুরনো শত্রুতা থেকে বোমা তৈরি ও আগাম হামলার পরিকল্পনা করা হয়। ধৃতদের রবিবার পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।