ভূস্বর্গে এনকাউন্টারে খতম ৫ জঙ্গি, সংঘর্ষে আহত ২ জওয়ান
নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর – বৃহস্পতিবার সাতসকালে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ৫ জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছে নিরাপত্তা বাহিনী। তবে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২ জওয়ান। এখনও জঙ্গিদের খোঁজে কুলগাম জেলায় তল্লাশি চালানো হচ্ছে।
ভারতীয় সেনা এক্স হ্যান্ডেলে জানিয়েছে, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দের এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এমনকি নাশকতার ছকও করছে জঙ্গিরা। এরপরই জঙ্গিদের পাকরাও করতে ও তাদের নাশকতার ছক ভেস্তে দিতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ।
কয়েক ঘণ্টার মধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তারপরই শুরু হয় চিরুনি তল্লাশি। জঙ্গিদের গতিবিধি নজরে আসতেই গুলি চালান জাওয়ানরা। পাল্টা গুলিবর্ষণ করে লুকিয়ে থাকা জঙ্গিরা। গুলিবিদ্ধ মৃত্যু হয়েছে ৫ জঙ্গির। বাকিরা পালিয়ে যায়। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ২ জওয়ান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালিয়ে যাওয়া জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। উল্লেক্য, দিন কয়েক আগেই জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে শহিদ হয়েছিলেন ২ প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার।