News details

image

Rabi Mondal / 19 December, 2024

এক রাতে চুরি ৬ টি দোকানে, প্রশ্ন উঠছে পুলিশি নজরদারি নিয়ে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া - শীত পড়তে না পড়তেই লোমহর্ষক চুরির ঘটনা জগৎবল্লভপুরে। ১ টা ২টো নয় পরপর ৬ টি দোকানে চুরি হয়েছে বুধবার রাতে। খোয়া গেছে টাকা, দোকানের জিনিস। প্রশ্ন উঠছে পুলিশি নজরদারি নিয়ে।

 সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ জগৎবল্লভপুরের পাতিহাল এলাকার বাজারে দোকান খুলতে আসেন দোকানিরা। বেশ কিছু দোকানের মালিক দেখতে পান কারোর দোকানের সামনের দরজার তালা ভাঙ্গা বা কারোর দোকানের ওপরের চাল কাটা। এছাড়াও জানলা ভাঙা দোকানের। এরপর একটি দোকানে থাকা সিসি টিভি ক্যামেরায় দেখা যায় দুই যুবক দোকানের ভেতরে ঢুকে দোকানের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী সহ নগদ টাকা চুরি করছে। এই ঘটনার পড়েই পুলিশের নজরদারির অভাব নিয়ে উঠছে প্রশ্ন। 

 শেখ সরব উদ্দিন বলে এক দোকানি জানান, "আমি সকালে এসে দেখি আমার দোকানের তালা ভাঙা। তারপর ভিতরে ঢুকে দেখি কাউন্টারের টাকা চুরি গেছে। আর অনেক জিনিস। তারপর শুনি কাল আশেপাশের আরও ৬ টা দোকানে চুরি হয়েছে। রাতে পুলিশ টহল দেয়। তারপরেও এই বড় রাস্তার ওপর চুরি হচ্ছে কি করে?"