News details

image

Rabi Mondal / 25 November, 2024

আন্দামানে ট্রলার থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, আন্দামান – বড়সড় সাফল্য পেল উপকূলরক্ষী বাহিনী। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল তাঁরা। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে ৬ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে উপকূলরক্ষী বাহিনী।

উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, গত ২৩ নভেম্বর টহলদারি চালানোর সময় বারেন দ্বীপের কাছে মৎস্যজীবীদের একটি ট্রলার দেখে সন্দেহ হয় উপকূলরক্ষী বাহিনীর বিমানের পাইলটের। সন্দেহ হতেই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তারক্ষী বাহিনী। 

তল্লাশি অভিযান চালিয়ে ২ কেজি করে ওজনের ৩ হাজার প্যাকেট ‘মেথাফেটামাইন’ মাদক উদ্ধার করা হয়। মৎস্যজীবীদের ট্রলারে ৬ জন মায়ানমারের নাগরিক ছিল বলে সূত্র মারফৎ খবর। তাঁদের গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মাদকবহনকারী ট্রলারটি। উল্লেখ্য, বারেন দ্বীপ পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।