News details

image

Rabi Mondal / 11 December, 2024

ভারতের জলসীমায় অনুপ্রবেশ, গ্রেফতার ৭৮ বাংলাদেশি মৎস্যজীবী

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ট্রলার এফ ভি লায়লা-২ এবং এফ বি মেঘনা-৫। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী।

একাধিক ছবি পোস্ট করে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি ট্রলার সহ ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। ট্রলার দুটি পারাদ্বীপের কাছে নিয়ে আনা হয়েছে।“  
 
বাজেয়াপ্ত দুটি ট্রলার এফ ভি লায়লা-২ এবং এফ বি মেঘনা-৫, সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। বাজেয়াপ্ত দুটি ট্রলার উদ্ধার করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড।