News details

image

Rabi Mondal / 06 December, 2024

বাড়ি ভাঙতে গিয়ে মৃত্যু হল শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে বাড়ির একাংশ চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দমদমের শেঠবাগান এলাকায়। প্রয়োজন মতো সুরক্ষার ব্যবস্থা না করেই কাজ করাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে প্রোমোটারের বিরুদ্ধে। ইতিমধ্যেই একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 সূত্রের খবর, শেঠবাগানে বহুতল নির্মাণের উদ্দেশ্য বাড়ি ভাঙার কাজ হচ্ছিল। সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। নিহত শ্রমিকের নাম সুনীল মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ এসে পড়ে ওই শ্রমিকের শরীরের। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। তড়িঘড়ি শ্রমিককে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সুনীলকে।

 এই বাড়ির নীচেই দক্ষিন দমদম পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেই কার্যালয় ও বাড়ি ভেঙে বহুতল নির্মাণের কাজ চলছিল। সেই কাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেই নিয়ে স্থানীয় কাউন্সিলর বরুণ নন্দী বলেন, "একটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে।"

 এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমার পাশের বাড়ির ঘটনা, প্রথমে কিছুই জানতে পারিনি। প্রোমোটার যুক্ত আছে বলে কেউ কিছু বলবেন না। একজন শ্রমিক মারা গিয়েছেন, তাতে কারও মাথা ব্যথা নেই।শ্রমিকের পাশে কেউ নেই। পাড়ার ছেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।"