News details

image

Rabi Mondal / 27 November, 2024

সদ্যোজাত শিশু উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়ির নিরঞ্জননগর এলাকায়

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - সাতসকালে উদ্ধার সদ্যোজাত শিশুপুত্র। বহুতল বিল্ডিংয়ের আশেপাশে প্লাস্টিক ব্যাগ থেকে উদ্ধার করে রাজমিস্ত্রিরা। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ৩৬ নিরঞ্জন নগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় একটি ব্যাগ লক্ষ্য করে রাজমিস্ত্রিরা। পরে ভালো ভাবে দেখলে রাজমিস্ত্রিরা সেই ব্যাগটির ভিতরে সদ্যোজাত পুত্র সন্তানকে নাড়াচাড়া করতে দেখে। এরপর জানাজানি হলে এলাকাবাসীরা তড়িঘড়ি সদ্যোজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটির চিকিৎসা করে জানান সদ্যজাত শিশুটি সুস্থ রয়েছে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই তারা এই নিয়ে তদন্ত শুরু করেছেন। তবে কে বা কারা সদ্যোজাতটিকে সেখানে ফেলে গেছিল তা এখনো জানা যায়নি।

 

  এক স্থানীয় বাসিন্দা জানান, "আমাদের বাড়ির পাশে পাঁচিলের ওইপাড়ে কেউ বাচ্চাটাকে ফেলে দিয়ে যায়। পাশে রাজমিস্ত্রিরা দেখতে পেলে পাড়ায় বলে। আমরা সবাই হাসপাতালে আনি বাচ্চাটাকে। এরপর পুলিশ এসেছে এখন।"