News details

image

Rabi Mondal / 18 December, 2024

ভারতীয় স্পিনের বর্ণোজ্জ্বল এক অধ্যায়ের ইতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের 

নিজস্ব প্রতিনিধি, গাব্বা – আচমকা বুধবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় স্পিনার। গাব্বায় সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অশ্বিন।

অবসরের প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন জানান, “আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলব না। এখনও আমার মধ্য়ে ক্রিকেট বাকি আছে। তাই ক্লাব স্তরে খেলব। তবে দেশের হয়ে এখানেই শেষ করলাম। নিঃসন্দেহে এটা আমার কাছে ভীষণই আবেগঘন মুহূর্ত। তাই আপাতত কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।“  

তিনি আরও জানান, “আমার সতীর্থ ও কোচেদের অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমার অনেক সতীর্থ অবসর নিয়েছে। আজ আমার দিন। রোহিত, বিরাট, অজিঙ্ক, পূজারাদের কাছে কৃতজ্ঞ। এই খেলাই আমায় সব দিয়েছে। আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি।“
 
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারে ১০৬ টি টেস্টে ৫৩৭ টি উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে। সব ফরম্যাট মিলিয়ে তিনি নিয়েছেন ৭৬৫ টি উইকেট। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের (৯৫৬) পরেই তাঁর স্থান রয়েছে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অশ্বিন।