News details

image

Rabi Mondal / 30 November, 2024

রংপোর কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে সিকিমগামী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তিস্তায়

নিজস্ব প্রতিনিধি, কালিম্পং - রংপোতে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে হঠাৎই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিস্তায়।ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে লাভা থানার পুলিশ। আহতের সংখ্যা প্রায় ১৫।

 

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে রংপোর কাছে হঠাৎই বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে সোজা তিস্তায় পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম এবং কালিম্পং পুলিশ।

 

আপাত ভাবে জানা যাচ্ছে এই দুর্ঘটনায় চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। পাশাপাশি জাতীয় সড়কে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। আহত হয়েছেন কুড়ি জনের কাছাকাছি। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। তবে গুরুতর জখমদের চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।