বাংলাদেশ থেকে প্রাণ হাতে নিয়ে ফিরল বেলঘরিয়ার যুবক, নিজেকে হিন্দু পরিচয় দেওয়ায় জুটেছে মার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলাদেশ থেকে কোনোরকমে প্রাণ হাতে নিয়ে ফিরলেন বেলঘড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ। হিন্দু পরিচয় দেওয়ায় পাথর দিয়ে মেরে মাথা ফাটানো হয়েছে সায়নের। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে মৌলবাদীরা এই দৃশ্য উঠে এসেছে বহুবার। এবার মৌলবাদীদের হতে নিগ্রহের শিকার ভারতীয় হিন্দু।
সূত্রের খবর, বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গেছিলেন বেলঘড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ।ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত সায়ন। ভারতীয় ও হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা, ছোড়া হয় ইট-পাথর। কেড়ে নেওয়া হয় ফোন, মানিব্যাগও। এই নিয়ে থানায় অভিযোগ করতে গেলে সহযোগিতার বদলে হেনস্থা করেছে বাংলাদেশের পুলিশ। এমনকি যথাযথ চিকিৎসা করেনি বাংলাদেশী চিকিৎসকরা। বহুবার প্রত্যাখান পেয়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজে দায়সারা ভাবে চিকিৎসা হয় সায়নের। তারপর গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছে সে।
সায়ন বলেন, “আমি নভেম্বরের ২৩ তারিখ গিয়েছিলাম বাংলাদেশের ঢাকায়। সেখানে আমার এক বন্ধুর বাড়ি। আমার কাছে পাসপোর্ট ছিল। সম্পূর্ণ বৈধভাবে গিয়েছিলাম সেখানে। ২৬ তারিখ বাড়ি ফেরার কথা। রাতের ট্রেন ছিল। সেদিন সকালে বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমায় ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করে। আমায় বলছে তোকে তো কখনও দেখিনি। তোর ধর্ম কী? আমি বললাম আমি ইন্ডিয়ান। হিন্দু। তারপর কোনায় নিয়ে গিয়ে পকেট থেকে টাকা পয়সা ফোন ছিনতাই করে। আমি বাধা দিতে গেলে আমার মাথা পাথর মেরে ফাটিয়ে দেয়। চোখে ছুরি চালায়। গভীরভাবে আহত হই। ইন্ডিয়ান হিন্দু। মার একে মার। ওরা এই সব বলে মারছিল। এমনকি আমার বন্ধুর পরিবারকেও হুমকি দিচ্ছিল।"