টহলদারির সময় কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ এক জওয়ান
নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর – ভারত-পাক সীমান্তে টহল দিতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন এক জওয়ান। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পুঞ্চ জেলার সাবজিয়ান সেক্টরে। শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছে ভারতীয় সেনা বাহিনী।
সূত্রের খবর, শহিদ জওয়ানের নাম সুব্বাইয়া বারিকুন্টা। চেন্নাইয়ের বাসিন্দা তিনি। ভারতীয় সেনার ২৫ আরআর ব্রিগেডের হাবিলদার ছিলেন সুব্বাইয়া বারিকুন্টা।
ভারতীয় সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখায় প্রতি দিনের মতো চলছিল রুটিন টহলদারি। সেই সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা পড়ে যায় এক জওয়ানের। গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
সেনা বাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “দেশের সেবার সর্বোচ্চ বলিদান দিয়েছেন হাবিলদার সুব্বাইয়া বারিকুন্টা। জিওসি হোয়াইট নাইট কর্পসের তরফ থেকে ২৫ আরআর ব্রিগেডের বীর যোদ্ধাকে আমরা শ্রদ্ধা জানাই। তাঁর শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা। তাঁর পরিবারের পাশে রয়েছি আমরা।“