শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফের একবার কাঠগোড়ায় শাসকদল। শ্লীলতাহানির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার ২৭ নং ওয়ার্ডের সভাপতি বাসুদেব পোদ্দারের বিরুদ্ধে। ইতিমধ্যে বাসুদেব পোদ্দারকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার দুপুরে দমদম পার্ক অঞ্চলের ২৭ নম্বর ওয়ার্ডের এক মহিলা বাসুদেব পোদ্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। এরপরেই লেকটাউন থানার পুলিশ আটক করেন তৃণমূল নেতাকে। সেইসঙ্গে ওই মহিলার বয়ান নিয়েছে পুলিশ। পাশাপাশি তৃণমূল নেতাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত, বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে চলতি মাসে গ্রেফতার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা সহ তিনজন। শুক্রবার রাতে কালী ঠাকুর বিসর্জনের সময়ে এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা লাল্টু বালা ও তার দলবলের বিরুদ্ধে। এরপর লাল্টু বালা ও তার দুই সাগরেদ মনোজ বালা ও সুজয় বালাকে গ্রেফতার করে পুলিশ।