ভোর রাতে ভয়াবহ ভূমিকম্প নেপালে
নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু - শুক্রবার ভোর রাতে ফের ভূমিকম্প। দিল্লি, কলকাতা, অসমের পর এবার কেঁপে উঠল প্রতিবেশী দেশ নেপালে। কম্পনে অনুভূত হয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, পাটনার সহ বেশ কয়েকটি শহরেও। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, ভোররাত ২টো ৩৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপাল। কম্পনের উৎসস্থল ছিল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।
অনেকেই ঘরের মধ্যে দুলতে থাকা জিনিসপত্রের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আতঙ্কে ঘরছাড়া স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকা পরিদর্শনে গিয়েছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
উল্লেখ্য, বুধবার সাতসকালে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অদূরে সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।
গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্প হয় কলকাতা এবং দক্ষিণবঙ্গে। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। তার আগে কেঁপে ওঠেছিল দিল্লি। ৩ ঘণ্টার মধ্যে ভূমিকম্প হয় বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে। দিল্লি ও বিহারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।