দলগত সংহতির জয়, হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় লখনউয়ের
নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ – লক্ষ্মীবারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলগত সংহতির জয় লখনউ সুপার জায়ান্টসের। লড়াকু রানের টার্গেট দিয়েও হারের মুখ দেখতে হল অরেঞ্জ আর্মিকে। ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেল লখনউ।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমেই ছন্দপতন হয় হায়দরাবাদের ওপেনিং জুটির। অভিষেক শর্মা মাত্র ৬(৬) রান তোলেন। আরেক ওপেনার ট্রাভিস হেড ২৮ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এছাড়া নীতীশ কুমার রেড্ডি ৩২(২৮) রান, হেনরিখ ক্লাসেন ২৬(১৭) রান, অনিকেত ভার্মা ৩৬(১৩) রান, অধিনায়ক প্যাট কামিন্স ১৮(৪) রান, হর্ষল প্যাটেল ১২(১১) রান তোলেন। লখনউয়ের হয়ে শার্দূল ঠাকুর ৪ টি, আবেশ খান ১ টি, দিগ্বেশ রাঠি ১ টি, রবি বিষ্ণোই ১ টি, প্রিন্স যাদব ১ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে জয়ের হাসি হাসল লখনউ।
লখনউয়ের ওপেনার মিচেল মার্শ ৩১ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান ২৬ বলে ৭০ রানের দাপুটে ইনিংস উপহার দিলেন সমর্থকদের। অধিনায়ক ঋষভ পন্থ ১৫(১৫) রান স্কোরবোর্ডে যোগ করেন। ডেভিড মিলার ১৩(৭) রান ও আব্দুল সামাদ ২২(৮) রান তুলে অপরাজিত ছিলেন। হায়দরাবাদের হয়ে মহম্মদ শামি ১ টি, প্যাট কামিন্স ২ টি, অ্যাডাম জাম্পা ১ টি, হর্ষল প্যাটেল ১ টি করে উইকেট শিকার করেন।