শালিমার স্টেশন থেকে উদ্ধার প্রায় ১৮ লক্ষ টাকা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - স্টেশন থেকে উদ্ধার প্রায় ১৮ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার স্টেশনে। এত টাকা কোথা থেকে কি কারণে এলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে জিআরপি।
সূত্রের খবর, রবিবার সকালে পাটনা শালিমার দুরন্ত ট্রেন এসে পৌঁছয় হাওড়া শালিমার স্টেশনে। সেই ট্রেন থেকে নামে হাওড়া পি কে ব্যানার্জি রোডের বিনয় কুমার বাসিন্দা। রবিবার ট্রেন থেকে নেমে ৩ নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল সে। সেই সময় পুলিশের সন্দেহ হওয়ায় বিনয়কে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা।
জিআরপি সূত্রে জানা যাচ্ছে হাওড়া শলিমার পুলিশের সন্দেহ হওয়ায় বিনয় এর ব্যাগ খুলতে বলেন আর ব্যাগ খুলতেই ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। টাকার বৈধ নথি দেখাতে বললে তা দেখাতে পারেনি বিনয়। এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল ? কোথা থেকে নিয়ে আসছিল? সেই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি ।