News details

image

Rabi Mondal / 18 November, 2024

বেলাগাম বাইকের গতি, আহত ১ পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বেলাগাম বাইকের গতি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা মারল গার্ডরেলে। জখম হলেন কর্তব্যরত পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ উড়ালপুলে।

 

সূত্রের খবর, রবিবার রাত দেড়টা নাগাদ গার্ডেনরিচ উড়ালপুলে নাকা চেকিং করছিল পুলিশ ।সেইসময় উড়ালপুল দিয়ে প্রচণ্ড গতিতে বাইক ছোটাচ্ছিলেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। যুবকের আঘাত না লাগলেওছিটকে যায় গার্ডরেলটি। ওই গার্ডরেলের ধাক্কায় আহত হয় পশ্চিম বন্দর থানার এসআই রাজেশ মোদক। রাতেই তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন এসআই। চিকিৎসক সূত্রে খবর বাঁ কানে আঘাত লেগেছে রাজেশের।

 

 

রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম বন্দর থানার পুলিশ। অভিযুক্ত বাইকআরোহীর নাম অর্জুন সিংহ। বয়স ১৮ বছর। তিনি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনের বাসিন্দা। আপাত অসতর্ক ভাবে বাইক চালানো, হেলমেট না পরে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেইসঙ্গে এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যুবক মত্ত অবস্থায় ছিলেন কি না সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।