News details

image

Rabi Mondal / 12 December, 2024

রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা! দোলনা থেকে পড়ে গিয়ে আহত ২

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - গভীর রাতে দোলনায় উঠে বানাচ্ছে রিলস, তুলছে সেলফি। যার জেরে দুর্ঘটনা মুখে এক মহিলা ও কিশোরী। ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায়৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহতরা। 

 সূত্রের খবর, বুধবার রাতে বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা পরিবারের অন্যান্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায়৷ পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায়৷ এরপরে দোলনায় বসে রিলস বানাতে শুরু করেন তাঁরা। তার জেরেই সামনে থাকা রড কোনভাবে খুলে যায় ও উপর থেকে নীচে নামার সময় পড়ে যান তাঁরা। এরপর বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় লক্ষী রায় ও আজমিরাকে৷ কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ 

 দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা৷ কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ৷ তবে এই ঘটনার জেরে কতৄপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে৷ যদিও তা অস্বীকার করেছেন মেলা কর্তৃপক্ষের আধিকারিকরা৷  

 এই বিষয়ে নাগরদোলনার কর্মী জানান, "ওনারা উঠে ফোন ঘটেছিল। আমরা বারণ করেছিলাম। এরপর আবার চালু হতে রিলস বানাতে শুরু করে এরপর বারণ করতে করতে ঘটনাটি ঘটে যায়। হঠাৎ করে রড খুলে নিচে পড়ে যান ওনারা।"