সোমবার আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি সঞ্জয় রায়ের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - “আমাকে হুমকি দিচ্ছে”, আদালতে থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি সঞ্জয়ের! গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। তার পরে থেকে তোলপাড় সমগ্র রাজ্য। এই ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সোমবার তিলোত্তমার বিচারের শুনানির পর শিয়ালদা আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সংবাদ মাধ্যমকে দেখতে পেয়ে সঞ্জয় বলে ওঠে, “আমাকে ফাঁসানো হচ্ছে।" সেই সঙ্গে প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে দায়ী করে সঞ্জয়।
এদিন আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করতে শুরু করে সঞ্জয়। প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সঞ্জয় বলে ' আমাকে বলতে দিচ্ছে না। আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড়় বড় অফিসাররা ফাঁসিয়েছে।ওদের জিজ্ঞাসা করুন, ওরা সব জানে। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে '
এর আগেও আদালতে চিৎকার করে নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করার চেষ্টা করেছিল সঞ্জয়। তখনও সঞ্জয় বলে তাঁকে ফাঁসানো হয়েছে । তবে এবার একেবারে প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম নিয়ে অভিযোগ করল সঞ্জয়।