ফের অ্যাকশন মুডে ইডি! সাতসকালে হানা রিষরায়
নিজস্ব প্রতিনিধি, হুগলি - চিটফান্ড মামলায় ফের অ্যাকশন ইডির। বৃহস্পতিবার সাতসকালে রিষড়ার এক আবাসনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সেইসঙ্গে এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টেও চালান তল্লাশি অভিযান।
রাজ্যে চিটফান্ড তদন্তে ফের সক্রিয় ইডি। বেশ কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্তে চলে অভিযান। বৃহস্পতিবারও সাতসকালে রিষড়ার একাধিক জায়গায় ইডির হানা। রিষড়ার এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। দুটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ছয় জওয়ানকে নিয়ে হানা দেন ওই আবাসনে। সেখানের চারতলায় যুগল মাথিয়া নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি অভিযান করেন আধিকারিকরা।
এর পাশাপাশি রিষড়ায় বাঙ্গুরপার্ক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। রণবিজয় সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে চলে অভিযান। ডিপার্টমেন্টের চার জন আধিকারিক মিলে প্রায় ৩ ঘণ্টা ধরে চালান তল্লাশি।