আদানি-সম্ভল ইস্যুতে সংসদে হট্টগোল বিরোধীদের, ফের মুলতুবি শীতকালীন অধিবেশন
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - শুক্রবার অধিবেশন শুরু হতেই সংসদে আদানি-সম্ভল ইস্যু নিয়ে হট্টগোল শুরু করে দের বিরোধীরা। এর জেরে ফের মুলতুবি হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। আগামী সোমবার বসবে অধিবেশন।
এদিন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যু নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল। যদিও বিক্ষোভ থেকে বিরত ছিল তৃণমূল। কংগ্রেসের পর সম্ভলের শাহি জামা মসজিদে সমীক্ষার সময় হিংসার প্রসঙ্গ তুলে সরব হয় সমাজবাদী পার্টি।
বিরোধীদের সম্মিলিত বিক্ষোভের জেরে মুলতুবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষেই শীতকালীন অধিবেশন।অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা সোমবার পর্যন্ত খারিজ হয়ে যায়।
উল্লেখ্য, অধিবেশন শুরুর প্রথম দিন সংসদে আদানি ঘুষ-প্রতারণা কাণ্ড, উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদকে কেন্দ্র করে হিংসা ও উত্তপ্ত মণিপুর নিয়ে সুর চরায় বিরোধীরা। বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে দুপুর ১২টা পর্যন্ত দুই কক্ষে অধিবেশন মুলতুবি করা হয়। পরে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছিল।