নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - লালগোলায় এক মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। পাঁচ বছরেরও কম বয়সি এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় এক পঞ্চাশোর্ধ ব্যক্তিকে। এই জঘন্য ঘটনাটি সামনে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, "আট থেকে আশি" অতীত, এখন যৌন নিগ্রহের হাত থেকে রেহাই পেল না পাঁচ বছরেরও কম বয়সি একটি শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। অভিযোগ, পাঁচ বছরেরও কম বয়সি এক শিশু যৌন নির্যাতনের শিকার হয় পঞ্চাশ ঊর্ধ্ব এক প্রৌঢ়ের দ্বারা। বৃহস্পতিবার দুপুরে খবরটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গোটা এলাকাবাসী। এলাকাবাসী আরও বেশি স্তম্ভিত হয় স্থানীয় এক তৃণমূল নেতার ঘটনাটির মীমাংসার কথা শুনে। স্থানীয়দের মধ্যে খবরটি ছড়িয়ে পড়তেই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
এলাকাবাসীদের একটাই দাবি, ঘটনায় জড়িত ব্যক্তির যেন কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যাতে করে এরপর থেকে কোনো দুষ্কৃতী বা কোনো ব্যক্তি এরম ঘটনা ঘটানোর আগে ভাবে। সমাজের জন্য খুবই লজ্জাজনক ঘটনা। এই ধরনের ঘটনার সঠিক বিচার হয়না বলেই অপরাধীরা আরও বেশি করে সাহস পেয়ে যায়।
অপরদিকে, এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ক্ষুব্ধ এলাকাবাসীরা তীব্র কটাক্ষ করে বলেন, যদি তাদের পরিবারের কারোর সঙ্গে এই ঘটনা হতো সেক্ষেত্রেও কি তারা একই পথে হাঁটতেন? এই ধরনের ব্যক্তি সমাজের জন্য ব্যাধি ও অত্যন্ত ক্ষতিকর।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে সামাজিক ও রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। লালগোলার এই ঘটনা আরও একবার সমাজের অন্ধকার দিকটি উন্মোচিত করল।