৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, শুভেচ্ছাবার্তা মমতা-টুটু বোসের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – অবশেষে ৬ বছরের অপেক্ষা শেষ। বর্ষবরণের রাতে ফুটবলে ভারতসেরা হল বাংলা। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। ফাইনালে কেরলের বিরুদ্ধে অ্যাডেড টাইমে ম্যাচের একমাত্র গোল করেন রবি হাঁসদা। বলাই চলে, রবির গোলে সূর্যোদয় বাংলার। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলা দলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মোহনবাগানের সভাপতি স্বপনসাধন (টুটু) বোস।
বর্ষবরণের রাতে বাংলা ফুটবলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার সকলের কাছে এই জয় ইংরেজি নতুন বছরের উপহার বলে বর্ণনা করেছেন তিনি।
শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। ২০২৫ সালে সূচনা হচ্ছে বাংলার সন্তোষ ট্রফি পুনরুদ্ধার দিয়ে। রেকর্ড ৩৩ বার চ্যাম্পিয়ন। ভারতীয় ফুটবলে বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলা। আগামী দিনে আরও সুন্দর মুহূর্ত আসবে। রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩ টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডি, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচিং এবং ট্রেনিং স্টাফদের। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসাবে জ্বলজ্বল করছে। সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে!”
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য। জয় বাংলা।“
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আমার সব সময়ই লক্ষ্য থাকে আমাদের ফুটবলারদের মঞ্চ তৈরি করে দিতে যাতে তাঁরা নিজেদের দক্ষতা মেলে ধরতে পারেন, জাতীয় স্তরে উজ্জ্বল হয়ে উঠতে পারেন। রাজ্যকে এভাবে সাফল্যের শিরোপা এনে দিতে পারাটা খুবই তৃপ্তির। কোচ সঞ্জয় সেন, ম্যানেজমেন্ট, কোচিং ও ট্রেনিং স্টাফদের সকলকে অভিনন্দন। জয় বাংলা।“ পাশাপাশি চ্যাম্পিয়ন বাংলা টিমে থাকা তাঁর ক্লাব ডায়মন্ড হারবার এফসির দলে ৬ ফুটবলার নরহরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডি, অয়ন মণ্ডল, সুপ্রিয় পণ্ডিত, বিশাল দাস ও সুপ্রদীপ হাজরাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মোহনবাগান সভাপতি টুটু বোস লেখেন, “এই জয় বাংলা ফুটবলকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। দুর্ধর্ষ জয়ের জন্য বাংলা টিম আর কোচ সঞ্জয় সেনকে অনেক শুভেচ্ছা। কোচ হিসাবে সঞ্জয় সেন কতটা ভালো সেটা আবার প্রমাণ হয়ে গেল। দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। গত সাত বছর পর চ্যাম্পিয়ন হয়ে বাংলা আবার ভারত সেরা। অভিনন্দন আইএফএ সচিব অনির্বাণ দত্তকেও। টিম এফোর্টের জয়। জেলার ফুটবলারদের আরও উদ্বুব্ধ করবে।”