ইডির পর এবার সিবিআই হানা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে
নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - আবগারি দুর্নীতি মামলার তদন্তে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও তাঁর ছেলের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালিয়ে টাকার পাহাড় উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। বুধবার সকালে তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
সূত্রের খবর, বুধবার দলীয় বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল ভূপেশ বাঘেলের। তবে তিনি রওনা দেওয়ার আগেই মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। বাঘেল ছাড়া আরও এক শীর্ষ পুলিশ কর্তা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা।
নিজের এক্স হ্যান্ডেলে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর লিখেছেন, “এবার সিবিআই এসেছে। আগামী ৮ ও ৯ এপ্রিল গুজরাটের আহমেদাবাদে কগ্রেস কমিটির বৈঠকের আগে আজ দিল্লিতে ‘ড্রাফটিং কমিটি’র বৈঠক রয়েছে। সেখানে যাওয়ার কথা ছিল বাঘেলের। তার আগেই সিবিআই রায়পুর ও ভিলাইয়ে হাজির হয়েছে।“
এর আগে ইডির হানার পরে এক্স হ্যান্ডেলে ভূপেশ বঘেল লিখেছিলেন, "রমণ সিংয়ের শ্যালক পুনীত গুপ্তর সঙ্গে মন্তুরাম আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি পেন্ড্রাইভ, রমণ সিংয়ের পুত্র অভিষেক সিংয়ের সেল কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে। পাশাপাশি আমাদের পরিবারের চাষাবাদ, ডেয়ারি ও ব্যবসা সংক্রান্ত বাড়িতে থাকা নগদ ৩৩ লক্ষ টাকা ইডি নিয়ে গিয়েছে। এই টাকা যে বৈধ তার সমস্ত প্রমাণ ইডির কাছে পেশ করব আমরা।"
তিনি আরও লিখেছেন, "নোট গোনার মেশিন নিয়ে এসে এজেন্সি একটি আবহ তৈরি করার চেষ্টা করেছে যেন বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। আমার মনে হয় না এটা বিরাট টাকা। আসলে এটা বিধানসভায় বিজেপিকে প্রশ্ন করার শাস্তি।"