News details

image

Rabi Mondal / 21 December, 2024

ইন্দিরা গান্ধীর পর মোদি, কুয়েত সফরে নমো 

নিজস্ব প্রতিনিধি, কুয়েত - ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদি। দীর্ঘ ৪৩ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফরে গেলেন নরেন্দ্র মোদি। কুয়েতে একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। মোদির এই কুয়েত সফরের ফলে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

শনিবার সকালে ২ দিনের কুয়েত সফরের জন্য রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রওনা দেওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ ও আগামীকাল আমি কুয়েতে থাকব। এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করবে। আমি কুয়েতের আমির, যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আজ সন্ধ্যায় আমি ভারতীয়দের সঙ্গে দেখা করব। আরবিয়ান গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেব।“ 

সূত্রের খবর, ২ দিনের সফরে কুয়েতের আমিরশেখ মেশাল আল-আহমাদ আল-জাবের-আল-সাবাহের সঙ্গে দেখা করবেন মোদি। কুয়েতের যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ‘হালা মোদি’ নামে প্রবাসীদের একটি অনুষ্ঠানে প্রায় ৫ হাজার ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।