News details

image

Rabi Mondal / 17 December, 2024

প্যালেস্টাইনের পর বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সোমবার সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছিল ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করলেন সোনিয়া কন্যা। প্রশ্ন উঠছে, ব্যাগের মাধ্যমেই কি বার্তা দিচ্ছেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা গান্ধী যে ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেছিলেন তাতে লেখা ছিল, বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের পাশে থাকুন।‘ এরপর তিনি জানান, “সরকারের উচিত বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের ওপরে অত্যাচারের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া। আমাদের এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে যাঁরা যন্ত্রণার মধ্যে রয়েছেন তাঁদের পাশে দাঁড়ানো উচিত।“   

উল্লেখ্য, দিন কয়েক আগেই গাজায় হামলা চালানো ইজরায়েলকে তুলোধোনা করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করায় বিরোধীদের রোষের মুখে পরেছিলেন তিনি। বিজেপি সাংসদ গুলাম আলি খাতনা জানান, “খবরে আসার জন্য অনেকে এমন কাজ করেন। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ এরকমই পথ অনুসরণ করে থাকেন।“ 
 
ওড়িশার সাংসদ তথা বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহরলাল থেকে প্রিয়ঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। ওঁদের কাঁধে কখনও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না।“ এরপর কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ জানিয়েছিলেন, “একটি বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তাঁর সংহতি জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ হল সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার!’’