News details

image

Rabi Mondal / 21 December, 2024

তোপসিয়ার পর এবার নিউ আলিপুর, দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - তোপসিয়ার পর বিধ্বংসী আগুনে পুড়ল নিউ আলিপুর ব্রিজের নিচের ঝুপড়ি। দুর্গাপুরে ব্রিজ সংলগ্ন একের পর এক ঝুপড়িতে দাউ দাউ করে আগুন।চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ছড়িয়ে পড়ছে আগুন। দমকলের ৮ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

 সূত্রের খবর, শুক্রবার তপসিয়ার বস্তি বিধ্বংসি আগুন লেগেছিল। ভস্মীভূত হয়ে যায় বস্তি। তার ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ আগুন। শনিবার সন্ধ্যায় নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ওই ঝুপড়িগুলিতে প্রচুর দাহ্য বস্তু ঠাসা রয়েছে। তার জেরে ক্রমেই একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে কাছেই রয়েছে হাসপাতাল। তার জেরে আরও আতঙ্ক ছড়িয়েছে। ওই ঝুপড়ির মধ্যে কেউ থেকে গিয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ লাইনে বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল। 

 ইতিমধ্যেই দমকলের ৮টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর জন্য প্রাথমিকভাবে ৩টি ইঞ্জিন এসেছিল। পরে একের পর এক ইঞ্জিন আসতে থাকে। দমকলকর্মীরাও সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কীভাবে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। এদিকে আগুনের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। 

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এলাকার মানুষ সহ প্রসাশন আগুন নেভানোর চেষ্টা করছে।" 

 কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, "রেলের জায়গায় বেআইনি ঝুপড়িটি তৈরি করা হয়েছিল। সেখানেই কত জন থাকতেন বা কতগুলি ঝুপড়ি ছিল তার তথ্য নেই। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।"