আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ-প্রতারণার অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা জারি আমেরিকায়
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বৃহস্পতিবার সকালে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ-প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ তুলেছে আমেরিকার আদালত। ঘুষ-প্রতারণার মামলায় অভিযুক্ত দেশের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন সহ বেশ কয়েকজনের নাম জড়িয়েছে।
অভিযোগ উঠেছে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় আদানি গোষ্ঠী। সূত্রের খবর, গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন।