পুকুর চুরির অভিযোগ ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলরের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - পুকুর সংস্কারের নামে পুকুর ধীরে ধীরে বুজিয়ে ফেলছে কাউন্সিলর। সেই কারণে তাঁর বিরুদ্ধে পোস্টার মেরেছে স্থানীয়রা। এমনই অভিযোগ উঠে এসেছে মধ্যমগ্রামের পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিকের বিরুদ্ধে।
"পুকুর ভরাটের বিরুদ্ধে, পৌরমাতাকে জবাব চেয়ে সবাই এক হন" এই রকম পোস্টার এঁটে মধ্যমগ্রামের পুরসভার ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিকের বিরুদ্ধে জড়ো হয়েছেন এলাকার মানুষ। তাঁদের দাবি কাউন্সিলর পুকুরের পাড় বাঁধাইয়ের নামে পুকুর বুজিয়ে দিছেন। দেড় বছর ধরে ধীরে ধীরে করে পুকুর চুরির চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন স্থানীয়দের।
এলাকার বাসিন্দা আলোক রায় জানান, "আজ প্রায় ১ বছরের বেশী ধরে পুকুর বাঁধাইয়ের কাজ চলছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। উল্টে পুকুর বুজে যাচ্ছে। আর আমাদের কাউন্সিলর কোনো দিন আসেনি কি হচ্ছে দেখতে বরং ওনার মদতেই এসব হচ্ছে।"
এই বিষয়ে কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিক জানান, "এই অভিযোগ ভুল। পুকুরের পাড় ভাঙতে ভাঙতে বিপজ্জনক হয়ে গেছিল। তাই সংস্কার চলছে। সময় লাগছে। পুকুর বোজানো হচ্ছে না। "