News details

image

Rabi Mondal / 19 December, 2024

আম্বেদকর ইস্যুতে সংসদ চত্বরে ধস্তাধস্তি, রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বিআর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। এবার রীতিমতো কংগ্রেস-বিজেপি সাংসদদের মধ্যে ধস্তাধস্তি কাণ্ড। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এক সাংসদকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। রক্ত ঝরেছে এক বিজেপি সাংসদের।

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার সকালে আম্বেদকর ইস্যুতে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। সেই সময় সংসদে প্রবেশ করতে চান বিজেপি সাংসদরা। তখনই দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন রাহুল গান্ধী। ফলে বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর গায়ের ওপর পড়ে যান মুকেশ।

বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর কপালের কাছে সামান্য চোট লাগে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাশাপাশি মুকেশ রাজপূতও আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন তিনিও। গান্ধী পরিবারকে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, “গান্ধীদের ঔদ্ধত্য আরও একবার সামনে এল। এবার গান্ধীরা শারীরিক হেনস্থা পর্যন্ত পৌঁছে গিয়েছে।“ 
  
পাল্টা কংগ্রেসের দাবি, মকর দ্বারের সামনে রাহুল গান্ধী সহ বিরোধীরা বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেওয়া হয়। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা। এরপরই শুরু হয় হাতাহাতি। উল্লেখ্য, মঙ্গলবার সংসদে অমিত শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“