News details

image

Rabi Mondal / 22 November, 2024

আমেরিকার নয়া অ্যাটর্নি জেনারেল পাম বোনডি

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - আমেরিকার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটজ। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাম বোনডিকে নয়া অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে আইন বিভাগকে ব্যবহার করা হয়েছে। এবার আর তা হবে না। আইন বিভাগের যা কাজ, তাই করবেন পাম বোনডি।

ম্যাট গেটজের বিরুদ্ধে নারীপাচারের অভিযোগ ওঠে। হাউস এথিক্স কমিটির নজরদারিতে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে ম্যাট গেটজ জানান, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাই কোনও সময় নষ্ট না করে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নাম তুলে নেন ম্যাট গেটজ। 

উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন পাম বোনডি। প্রথম ইমপিচমেন্ট ট্রায়ালের সময় ডোনাল্ড ট্রাম্পের অন্যতম আইনজীবী ছিলেন তিনি। ট্রাম্পের পাশে সব সময় থেকেছেন পাম বোনডি।