হরিণের মাংস খাওয়া নিয়ে আমিশা-মমতা কুলকার্নির মধ্যে বাগবিতণ্ডা
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বলিউডের একসময়ের সেনসেশন মমতা কুলকার্নি, সম্প্রতি মহাকুম্ভ গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। এরপরই তাঁকে নিয়ে উঠে আসছে একাধিক বিতর্কিত বিষয়। এর মধ্যে অন্যতম হরিণের মাংস খাওয়া নিয়ে আমিশা পাটেলের সঙ্গে মমতা কুলকার্নির বাগবিতণ্ডা।
সম্প্রতি আপ কি আদালত শো-তে গিয়েছিলেন মমতা কুলাকার্নি। সেখানে তিনি জানান, ৪ দিনের বিজ্ঞাপন শ্যুটিংয়ে ছিলেন মমতা। সেখানে ডিনারে শুধু আমিষ খাবার দেওয়া হয়। প্রতিদিন মমতা সেখানে দেখতেন, মাংস বড্ড ছিবড়ে। তা নিয়ে প্রযোজকের কাছে অভিযোগ করেন তিনি।
মমতার কাছ থেকে ‘ছিবড়ে মাংস’-র কথা শুনে মিস্টার বাজাজ নামের প্রযোজক জানিয়েছিলেন, এটা হরিণের মাংস, তাই এরকম খেতে। এই নিয়ে রীতিমতো অসন্তুষ্ট হয়েছিলেন মমতা কুলাকার্নি। তিনি বলেন, "আদমি চিকেন খাতা হ্যায়, মটন খাতা হ্যায়, হরিণের মাংস কৌন খাতা হ্যায়?" সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আমিশা পাটেল।
তখন মমতাকে কটাক্ষ করে আমিশা পাটেল বলেন, "উফ তোমরা সেলেব্রিটিরা এত প্রাইসি! এখন হরিণের মাংস নিয়ে ইস্যু তৈরি করছ।" আমিশাকে তোপ দেগে মমতা বলেন, "আমার পারিশ্রমিক ১৫ লক্ষ টাকা , আর তোমার পারিশ্রমিক ১ লক্ষ টাকা।" যদিও এই বক্তব্য অস্বীকার করেন মমতা।