বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়া, মিসাইল লঞ্চ বঙ্গোপসাগরে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেণের অনুশীলনের মাধ্যমে বার্ষিক মহড়া সম্পন্ন হল বাংলাদেশ নৌবাহিনীর। চট্টগ্রামে 'এক্সারসাইজ সেফ গার্ড' নামের মহড়ার শেষ দিনে মিসাইল লঞ্চের অনুশীলন হয়।
সূত্রের খবর, অনুশীলনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশি নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানরা। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় তিন বাহিনীর প্রধানকে। এই মহড়ায় অংশ নিয়েছিল, বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ধরণের জলযান, সেনা, বিমানবাহিনী, কোস্টগার্ড।
এছাড়া মহড়ার শেষ দিনে নৌবাহিনীর জাহাজ থেকে লঞ্চ করা হয়েছিল মিসাইল। রণতরী থেকে করা হয়েছিল যুদ্ধবিমান প্রতিরোধ করা গোলা বর্ষণ। উল্লেখ্য, পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ।
আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অনুষ্ঠিত হবে 'এক্সারসাইজ অমন ২০২৫'। সেখানে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবে বাংলাদেশের জাহাজ 'বানৌজা সমুদ্র জয়'। গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করে দিয়েছে জাহাজটি।
সেই সময় চট্টগ্রাম বন্দরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি। 'বানৌজা সমুদ্র জয়'-এর ক্যাপ্টেন মহম্মদ শাহরিয়ার আলম। তাঁর নেতৃত্বে জাহাজে আছেন মোট ২৭৪ জন নাবিক। এর মধ্যে রয়েছেন ৩৩ জন অফিসার।