আরও ৪৮৭ ভারতীয় অনুপ্রবেশকারীকে বিতাড়িত আমেরিকার
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - সম্প্রতি কোমরে বেড়ি, হাতে হাতকড়া পরিয়ে ২০৫ জন ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এবার আরও ৪৮৭ ভারতীয় অনুপ্রবেশকারীকে বিতাড়িত করল ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে জানিয়েছে বিদেশমন্ত্রক।
বিদেশ সচিব বিক্রম মিশ্র জানান, ”মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে আমেরিকায় বসবাসকারী ৪৮৭ জন ভারতীয়কে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। দীর্ঘদিন ধরেই চলছিল এই প্রক্রিয়া। তবে আমরা মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যাঁদের ফেরানো হচ্ছে তাঁদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার করা যাবে না। যদি কোনওরকম দুর্ব্যবহারের খবর আমরা পাই, তাহলে বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যাব।”
উল্লেখ্য, গত বুধবার দুপুর ১ টা ৫৫ মিনিটে ২০৫ জন ভারতীয় অনুপ্রবেশকারীকে নিয়ে অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন বায়ুসেনার বিমান। তাঁদের মধ্যে ৩৩ জন হরিয়ানার বাসিন্দা, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ও চণ্ডীগড়ের ২ জন বাসিন্দা।
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই বহু অনুপ্রবেশকারীকে আমেরিকা থেকে বের করে দিয়েছেন তিনি। এবার ২০৫ জন ভারতীয় অনুপ্রবেশকারী চিহ্নিত করে মার্কিন বিমানে করে পাঠানো হচ্ছে ভারতে।
বিমানে তোলার আগে ২০৫ জন ভারতীয় অনুপ্রবেশকারীদের প্রত্যেকের পরিচিয় যাচাই করা হয়। ফলে এই প্রক্রিয়ার সঙ্গে দিল্লি যুক্ত আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ মার্কিন সেনার একটি এ সি ১৭ বিমানে এই ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরানো হয়।