অপরাজিতা বিলে চাই দ্রুত কেন্দ্রীয় অনুমোদন! রাজপথে শশী-চন্দ্রিমারা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলার নারী সুরক্ষা নিয়ে পাশ হয়েছে অপরাজিতা বিল। কিন্তু তা এখনো আইন হয় নি। তাই এবার অবিলম্বে অপরাজিতা বিলে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিতে হবে, এই দাবি তুলে শনিবার শহরে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। শশী পাঁজার নেতৃত্বে রামলীলা ময়দান থেকে এই মিছিল শুরু হয়।
সূত্রের খবর, শনিবার কলকাতার উত্তর ও দক্ষিণে রাজপথে নামেন তৃণমূলের নেতৃত্ব। উত্তর কলকাতায় মিছিলের নেতৃত্বে ছিলেন শশী পাঁজা ও দক্ষিণ কলকাতায় মিছিলে সামনের সারিতে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর নারী সুরক্ষার্থে রাজ্য বিধানসভায় পেশ হয় অপরাজিতা বিল। শাসক, বিরোধী দল এই বিলের সমর্থন করে। কিন্তু তারপর চার মাস হয়ে গিয়েছে, এখনও সেই বিল আইনে রূপান্তরিত হয়নি। এই বিষয়ে সংগঠনের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলে শামিল হয়ে বলেছেন, “নারী সুরক্ষায় অত্যন্ত সময়োপযোগী এই বিল অবিলম্বে কার্যকর হওয়া জরুরি।"
অপরদিকে বিধানসভায় বিল আটকে থাকা নিয়ে বিজেপিকে দুষলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, "এটি যুগান্তকারী বিল। এটা যখন আইন হবে, সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যও করবে। যেখানে সংহিতার আইনে যে ফাঁকফোকর রয়ে গিয়েছে, সেটা এখানে নিশ্চয়ই পূরণ করবে। নারীর কথা বলবেন। কিন্তু নারীর সম্মানের জন্য এই আইন করতে দিচ্ছে না বিজেপি। সে কারণে এই প্রতিবাদ। পার পাবে না বিজেপি।"
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শুরুতে কলকাতার আর জি কর হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছিল। রাজ্যের একাধিক জায়গায় আরও একাধিক নারী নিগ্রহের ঘটনার অভিযোগ সামনে এসেছিল। এরপরেই গত বছর সেপ্টেম্বরে নারী নির্যাতন রোধে বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিত বিল। দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। সেইসঙ্গে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার যদি মৃত্যু হয় কিংবা নির্যাতিতা কোমা অথবা চিরকালের মতো শারীরিক মানসিক ভাবে অথর্ব হয়ে যায়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে উল্লেখ করা হয় এই বিলে।