News details

image

Rabi Mondal / 29 November, 2024

জামিনের শর্ত শিথিল হল, পঞ্চায়েত অফিসে যেতে পারবেন আরাবুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - জুলাই মাসে শর্ত সাপেক্ষে জামিন হয় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের। কিন্তু সেখানে শর্ত ছিল জনপ্রতিনিধি হিসেবে নিজের অফিসে যেতে পারবেন না তিনি। কিন্তু এবার কলকাতা হাইকোর্ট থেকে সেই শর্ত তুলে নেওয়া হল। সপ্তাহে দুদিন ভাঙর ২ নম্বর ব্লকে নিজের অফিসে নির্দিষ্ট সময়ের জন্যে যেতে পারবেন তৃণমূল নেতা।

 

সূত্রের খবর, শুক্রবার কলকাতা হাইকোর্টের অরিজিৎ বন্দোপাধ্যায়ের বেঞ্চে নির্দিষ্ট নিয়ম মেনে শিথিল করা হল তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের শর্ত। এদিন হাইকোর্টের তরফে জানানো হয় তৃণমূল নেতা নিজের অফিসে অর্থাৎ ভাঙর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে সভাপতি হিসেবে যেতে পারবেন। তবে তার জন্যেও কিছু শর্ত জারি করা হয়েছে। সপ্তাহে ২ দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যে সাড়ে ৬ টা পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে থাকতে পারবেন আরাবুল। তবে তাঁর গতিবিধিতে নজর রাখার জন্যে সঙ্গে থাকবে পুলিশ।

 

প্রসঙ্গত, পাঁচ মাস জেলে থাকার পরে জুলাই মাসে জামিন পান ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম।কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে আরাবুলের জামিন মঞ্জুর করে। খুন, সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগ ছিল আরাবুলের বিরুদ্ধে।