News details

image

Rabi Mondal / 14 November, 2024

তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় চার কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে ডেকে পাঠায় সিবিআই। বৃহস্পতিবার সকাল  সাড়ে এগারোটায় সেই কারণেই ভবানীভবনে হাজিরা দেন বিজেপি নেতা অর্জুন সিং।

প্রায় সাড়ে চার ঘন্টা জেরার পর বেরিয়ে আসেন বিজেপি নেতা। বেরিয়ে এসেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে দাবি অর্জনের। তিনি বলেন "আমি, শুভেন্দু অধিকারীর, মতো আরো চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। আজ সিআইডির মুখোমুখি হয়েছি । যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।"

অপরদিকে ভবানীভবনে ঢোকার আগে অন্য সুরে কথা বলেছিলেন অর্জুন সিং। এদিন ভবানীভবনে ঢোকার আগে তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, "মাত্র চারকোটি টাকার দুর্নিতীর জন্য ডাকা হচ্ছে। ১০ কোটি টাকা লেবারদের জন্য প্রতিমাসে দেওয়া হয়। চারশো পাঁচশো হলে না হয় মান সম্মান থাকত।"