মদনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি অর্জুনের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - যাদবপুর ইস্যুতে এবার সুর চরালেন বিজেপি নেতা অর্জুন সিং। যাদবপুরের ঘটনার কারণ হিসেবে বাম-সিপিএমের সেটিং তত্ত্ব রয়েছে বলে অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা। এরপর অর্জুনকে হুঁশিয়ারি দেন মদন মিত্র। এবার ২৪ ঘণ্টা পার হওয়ার আগে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অর্জুন সিং।
মঙ্গলবার অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বাম জমানায় কোথায় ছিলেন মদন মিত্র? তখন তো তৃণমূলের একটা মিছিল করতেও আমার হাতে পায়ে ধরতো। আর কামারহাটি ছেড়ে দিন। মদন মিত্রকে বলুন, কোথায় আসতে হবে। ভবানীপুরে তো ওর অরিজিনাল বাড়ি। আমি যেদিন চাইব, ওর সঙ্গে থাকা লোকজন ওকে চড় থাপ্পড় মারবে। তবে হ্যাঁ এখন সরকারে এসে অনেক বড় বড় কথা বলছে। ও কি চামড়া গোটাবে? যে ২৭ মাস জেল খেটেছে, আবার জেট খাটবে, আবার জেলে ঢুকবে। আর খারাপ লোকও চায় নিজের ছেলে ভাল হোক। এই মদন মিত্রকে একমাত্র দেখলাম, নিজের ছেলেকে তোলাবাজ, গুন্ডা বানাচ্ছে!"
প্রসঙ্গত, সোমবার মদন মিত্র অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন, ''অনেকে এখানে ঢুকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে, সব বুঝতে পারছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে অশান্তির চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুব সচেতন। জেনে রাখুন, অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায়, তাহলে এখানে ঢুকতে পারবে, কিন্তু বেরতে পারবে না। কে অর্জুন? বিজেপিই তো ওকে বসার চেয়ার দেয় না। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর অন্য জায়গার কথা ভাববে।''