বাংলাদেশে সেনা শাসন! গুজব নিয়ে কড়া বার্তা সেনাপ্রধানের
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। একদিকে ইউনুস সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামাতের মতো কট্টরপন্থীরা। অন্যদিকে খালেদা জিয়ার দল বিএনপি। এই আবহে ক্রমশ জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবার আসরে সেনাপ্রধান। গুজব নিয়ে কড়া বার্তা দিলেন তিনি।
সোমবার ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গণে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ জামান। মঙ্গলবার এক রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, ওই বৈঠকে দেশে গুজব ছড়ানো নিয়ে কড়া বার্তা দিয়েছে সেনাবাহিনী। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কথাও বলা হয়েছে। ধর্মীয় হানাহানি, রাজনৈতিক সংঘর্ষ, খুন, ধর্ষণের মতো ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এদিনের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরণের অপপ্রচার, গুজব, উসকানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান। কর্মকর্তা ও সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ দেশ সব সময় স্মরণ করবে। সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন, উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে বারণ করেছেন তিনি।
ওয়াকার-উজ-জামান আরও জানিয়েছেন, “দেশে কোনও জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে ভুল তথ্য, অপতথ্য নানা ভাবে ছড়াচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বাধিক অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সামনে ঈদ, সে কথা মনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনও কারণে কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়, কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে।“