ট্যাব দুর্নীতিতে পুলিশের জালে কোচবিহারের শিক্ষক
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্য। ট্যাবের টাকা যাচ্ছে ভিনরাজ্যের বাসিন্দাদের কাছে। ট্যাব কেলেঙ্কারি রুখতে জেলায় জেলায় গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। তদন্তে এবার পুলিশের হাতে ধৃত কোচবিহারের দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। কোচবিহারের সিতাই সিংমারী স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ।
সূত্রের খবর, মালদার হবিবপুরের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই শনিবার রাতে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত মাদার লেনের বাসিন্দা প্রাথমিক শিক্ষক মনোজিৎকে গ্রেফতার করে মালদা জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। প্রাথমিক তদন্তে মনোজিৎয়ের নামে একাধিক অভিযোগ উঠে এসেছে তদন্তকারীদের কাছে। বিভিন্ন ব্যাংকে ওই শিক্ষকের নামে প্রায় ২০টি অ্যাকাউন্ট রয়েছে। পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়ে অন্তত আটটি একাউন্টে ট্যাবের টাকা গায়েব করেছে মনোজিৎ। ধৃতকে রবিবার সকালে মালদা জেলা আদালতে তোলা হয় । সেখানে ১০ দিনের পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে মালদা থানার পুলিশ।
প্রসঙ্গত গত কয়েকদিন ধরে ট্যাব দুর্নীতির পর্দাফাঁস করতে তৎপর তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে রাজ্য জুড়ে ৯৩টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমে পুলিশ মোট ১২ জনকে গ্রেফতার করেছে। প্রতি ১০ হাজার টাকায় ৩০০ টাকা কমিশনে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাবের টাকা সরাচ্ছিল প্রতারকরা। শুধু রাজ্যে নয় ট্যাব কেলেঙ্কারির যোগ ভিনরাজ্যেরও।রাজ্য ও রাজ্যের বাইরে প্রায় ২৫০টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে। বহু ছাত্রছাত্রীর টাকা ক্রেডিট হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশায়। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে সাতটি, ছত্রিশগড়ে পাঁচটি ও ওড়িশার একটি ভুয়ো অ্যাকাউন্টের হদিস মিলেছে।